Viral

Sayan rani maa song video and lyrics – সায়ানের রানী মা গান লিরিক্স

Sayan rani maa song video and lyrics - সায়ানের রানী মা গানের ভিডিও ও লিরিক্স

4.7/5 - (6 votes)

Sayan rani maa song video and lyrics – সায়ানের রানী মা গানের ভিডিও ও লিরিক্স : প্রতিবাদী কণ্ঠশিল্পী সায়ান সম্প্রতি ঢাকায় ফ্যাসিবাদবিরোধী একটি সম্মেলনে রানী মা শিরোনামে একটি গান গেয়েছেন। গানটি ভাইরাল ও জনপ্রিয় হয়েছে অনলাইনে।

সায়ানের রানী মা গান লিরিক্স

বেশি বেশি কথা বলা না, “সব বন্ধ করে দিয়ে বসে থাকবেন”, বলে দিয়েছেন রাণী মা। তোমরা মুখে মুখে তালা মেরে রাখবে। বেশি বেশি কথা বলা না, “সব বন্ধ করে দিয়ে বসে থাকবেন”, বলে দিয়েছেন রাণী মা। তোমরা মুখে মুখে তালা মেরে রাখবে। বেশি কথা শুনতে রাজি না, পাকা পাকা কথা বলো না। বেশি কথা শুনতে রাজি না, কেই পাকা পাকা কথা বলো না। সব বুঝিয়ে দিলেন রাণী মা, এতো দিলেন, তাতেও হলো না। আমাদের প্রিয় রাণী মা, তার হবে না তুলনা। আমাদের প্রিয় রাণী মা, তার ছিল না যে তুলনা। আমাদের প্রিয় রাণী মা, তাকে কেউ কোনো দিন ভুলো না। আজ অভাব বলে তো কিছু নাই, তবু আমাদের কেন এতো চাই? যেটা রাণী মার লাগে না ভালো, সেই কথা কেন বলতে কেন যাই। যদি রাণী মাকে রাগিয়েছো কেউ, যেন শ্রীঘরে ঢুকতে হবে তার। তালা ঝুলতে হবে মুখে যে সবার, এটা যেন রাণী মার অধিকার। আমাদের প্রিয় রাণী মা, তার ছিল না হবে না তুলনা। রাণী মার হতে পারে রাগ, শ্রমিকেরা দাবী ভুলে যাও রাণী মাকে রাগীও না কেউ, তাই কৃষকেরা মাঠে ফিরে যাও… কেন তুমি চাইছো ভোট?

Sayan rani maa song video

Sayan rani maa song video

শিল্পি সায়ানের আসল নাম কি?

শিল্পি সায়ানের আসল নাম ফারজানা ওয়াহিদ সায়ান। তিনি শিল্পি ফেরদৌস ওয়াহিদের ভাগ্নে বা ভাতিজি এবং হাবিব ওয়াহিদের কাজিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button